DMCA.com Protection Status
title=""

সত্যিকার ‘আয়রন ম্যান’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র?

image_79653_0যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হোয়াইট হাউসে অতি গোপনীয় এক সরকারি প্রকল্পের কথা জনসমক্ষে প্রকাশ করেছেন। তা হলো- সত্যিকার ‘আয়রন ম্যান’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র। 

 
একটি প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সৌজন্যে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলন আহ্বান করা হয়। সেখানেই এ বক্তব্য দেন প্রেসিডেন্ট ওবামা।
 
তিনি বলেন- ‘আসলে, আজ আমি যা বলতে এখানে এসেছি তা হলো- আমরা আয়রন ম্যান বানাচ্ছি!’
 
বক্তব্যের এক পর্যায়ে হাসতে হাসতে রহস্য করে বলেন- ‘আমি সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে যাচ্ছি সবকিছু!’
 
সম্মেলনে উপস্থিত সবাই যখন ভীষণ দ্বন্দ্বে- প্রেসিডেন্ট সত্যি বলছেন নাকি নিছক আমোদ করছেন, তখনই তিনি সত্য কথাটি প্রকাশ করেন।
 
তিনি বলেন, ‘আসলে- যা বলছি ঠিক তা নয়। এমন একটা কিছু সম্পর্কে হয়তো চিন্তাভাবনা করা হবে।’ দ্য ইন্ডিপেন্ডেন্ট। 
 
উল্লেখ্য, Manufacturing Innovation Institutes- প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে দুর্দান্ত সব বাণিজ্যিক পণ্য প্রস্তুত করে থাকে।
 
 
এ মুহূর্তে ‘আয়রন ম্যান’ কমিকের নায়ক টনি স্টার্কের সেই বিখ্যাত আলোকনিয়ন্ত্রিত  জবরজং যুদ্ধপোশাকটি তৈরিই যেন শুধু বাকি আছে প্রতিষ্ঠানটির। 
 

Share this post

scroll to top
error: Content is protected !!