বিএনপিকে ভাড়াটে দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, ‘এদেশের মানুষ কখনই তাদের ক্ষমা করেনি। তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। জিয়াউর রহমানের নামও একদিন বাংলাদেশ থেকে মুছে যাবে।’
রোববার দুপুরে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির তীব্র সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ জন্মগ্রহণ করেছে আন্দোলন- সংগ্রামের মধ্য দিয়ে। মহান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আর বিএনপি একটি ভাড়াটে দল। দুঃশাসন ও স্বৈরাচারের কারণে অনেকেই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বিভিন্ন ভাবে। এ দেশের মানুষ কিন্তু কখনই তাদের ক্ষমা করেনি। তারা আজ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। জিয়াউর রহমানের নাম একদিন বাংলাদেশ থেকে মুছে যাবে।’
এর আগে কাউন্সিল অধিবেশনের উদ্বোধনকালে ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন। জনগণের ভোটের অধিকার রক্ষা করেছেন। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই বলতে চাই, যতোই হুঙ্কার দেয়া হোক, যতই হুমকি-ধামকি দেয়া হোক, ইনশাল্লাহ পাঁচ বছর পরে জনগণের রায় নেয়ার জন্য শেখ হাসিনা ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জনগণের রায়ে আবারো জয়লাভ করবেন।
নাসিম আরো বলেন, ‘২০১৯ সালের একদিন আগেও এ দেশে নির্বাচন হবার কোনো সম্ভাবনাই নেই। খালেদা জিয়া নির্বাচনের ট্রেন মিস করে খাদে পড়েছেন। ট্রেন ধরতে হলে ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপির সভাপতিত্বে অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি ও জাহাঙ্গীর কবির নানক-এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মৃনাল কান্তি দাস এমপি, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান ও এসএম কামাল হোসেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী প্রমুখ।
এদিকে, সম্মেলন শেষে বিকেলে জয়পুরহাটে জেলা আধুনিক হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। তিনি হাসপাতালের কার্ডিওলোজি বিভাগ ও ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন।