জামায়াতের সহযোগিরা ভারতের মাটিতে বসে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
সোমবার রাতে বৈশাখী টেলিভিশনে ‘জিরো আওয়ার’ টকশোতে তিনি এ মন্তব্য করেছেন ।টকশোতে আলোচনার বিষয় ছিল ‘জঙ্গিবাদ ও আঞ্চলিক সহযোগিতা’।
তিনি এ প্রসঙ্গে বলেন বর্ধমানে অন্ত্র তৈরি হচ্ছে, সেই অন্ত্র রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এটা আমাদের দেশের জন্য হুমকি। এসব সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে না পারলে ভবিষ্যতে রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।