"আর ঘরে বসে থাকলে চলবে না, এবার রাজপথে নামতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ণ রাখতে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই হবে।"
সোমবার (১০ নভেম্বর) রাতে দলীয় উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তারা অভিমত প্রকাশ করে জানান, নেতাকর্মীদের মধ্যে ঐক্য আগের অবস্থায় নেই এবং অনেকেই দলের বা নেত্রীর ডাকে সাড়া দিচ্ছেন না। পদবি নিয়ে বসে কেবল দিন গুজরান করছেন।সূত্র মতে, রাত পৌনে ৯টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শুরু হওয়া এ বৈঠকে দলের বর্তমান অবস্থান ও আন্দোলন কর্মসূচির গতি-প্রকৃতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন উপদেষ্টারা। একইসঙ্গে বিগত দিনের আন্দোলনের ভুল-ত্রুটি ও ভবিষ্যৎ কর্মপন্থাও তুলে ধরেন তারা।
বৈঠক সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রায় সকলের বক্তব্যে শোনার পর খালেদা জিয়া তাদের উদ্দেশে বলেন, দেশের অবস্থা এখন ভালো নয়। মানুষ শান্তিতে নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে, জনগণের মৌলিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন তার উপদেষ্টাদের বলেন, কে স্থায়ী কমিটির সদস্য, কে উপদেষ্টা, কে ভাইস চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এসব ভাবার সময় নয় এখন। যারা এ দলের সঙ্গে আছেন, যারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, তাদের মনে রাখতে হবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশে বহুদলীয় গণতন্ত্র ফেরাতে এখনই সবাইকে রাজপথে নামতে হবে।
এছাড়া, দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখতে কী করা দরকার সে বিষয়ে উপদেষ্টাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন বিএনপি চেয়ারপারসন।
রাত ১২টায় শেষ হওয়া এ বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে অংশ নেন রিয়াজ রহমান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আব্দুল হালিম, ফজলুর রহমান পটল, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, সাবিহউদ্দিন আহমেদ, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, অধ্যাপক মাজেদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, জহিরুল আলম, খন্দকার শহীদুল ইসলাম, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ডা. এ জেড এ জাহিদ হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মঞ্জুর আলম, শওকত মাহমুদ, উকিল আব্দুস সাত্তার, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক আব্দুল মান্নান, এম এ মান্নান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, মুশফিকুর রহমান, ক্যাপ্টেন সুজাউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকের পর পর্যায়ক্রমে আগামী ১১ নভেম্বর সন্ধ্যায় বিএনপির ভাইস-চেয়ারম্যান, যুগ্ম-মহাসচিব, ও সাংগঠনিক সম্পাদক এবং ১৩ নভেম্বর সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা।
এসব বৈঠকে দলীয় কার্যক্রম এবং আন্দোলন প্রসঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্রে।