মামার দেশের মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে রাজ্যের সর্বোচ্চ সম্মাননা অসমিয়া ‘ঝাঁপি’ পরিয়ে দিলেন ভারতের আসাম কংগ্রেসের মহাসচিব এম এইচ চৌধুরী। গায়ে জড়িয়ে দিলেন ফুলাম গামছা। শনিবার রাতে সিলেটের হোটেল রোজভিউয়ে সমাজকল্যাণ মন্ত্রীকে এভাবেই বরণ করে নেন আসাম কংগ্রেসের এ প্রভাবশালী নেতা। এ সময় এম এইচ চৌধুরী বলেন, ‘আপনি আমার মামার দেশের মন্ত্রী। মৌলভীবাজার থেকে আপনাকেই মন্ত্রী করা হয়েছে শুনে আমরা আনন্দিত হয়েছি। আসামে বসবাসকারী মৌলভীবাজার কমিউনিটির নেতারাও এতে বেশ উদ্বেলিত।’ একথা বলে আসামের সর্বোচ্চ সম্মাননা মন্ত্রীর মাথায় ও গায়ে জড়িয়ে দেন তিনি। এ সময় সমাজকল্যাণ মন্ত্রীও বাংলাদেশে বেড়াতে আসা আসামের এ নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন। আসাম কংগ্রেসের মহাসচিব এম এইচ চৌধুরী ও ফুড করপোরেশন অব ইন্ডিয়ার ডাইরেক্টর অনিল মণ্ডল শনিবার বিকালে লন্ডন প্রবাসী ও সমাজসেবক গোলাম কিবরিয়া এবং মৌলভীবাজার জেলা আওয়ামী প্রজন্মলীগের আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব কামরুল আই রাসেলের আমন্ত্রণে ব্যক্তিগত সফরে সিলেটে আসেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী তার সঙ্গে দেখা করতে গেলে এ সম্মাননা দেয়া হয়। এ সময় এম এইচ চৌধুরী মন্ত্রীকে আসামে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আসামের মৌলভীবাজার কমিউনিটির নেতারা আপনার অপেক্ষায় রয়েছেন। তারা আপনাকে ওখানে সংবর্ধনা দেবে।’ জবাবে মন্ত্রী বলেন, তিনি সুযোগ পেলে আসামে যাবেন এবং ওখানকার মৌলভীবাজার সমিতির নেতাদের সঙ্গে দেখা করবেন।