প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে বসেই জনগণের অনুভূতি বুঝতে পারেন। মুসলামানের অনুভূতি বুঝতে পারেন। তিনি (প্রধানমন্ত্রী) সাচ্চা মুসলমান। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন এবং কোরআন পাঠ করেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সোমবার রাতে ইনডিপেডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘বিমানে স্বর্ণযুগা’।
তিনি বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত করা হয়েছে। সুতরাং তাকে গ্রেপ্তারের প্রশ্নে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।
জঙ্গিবাদ প্রসঙ্গে আহমদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ জঙ্গি মুক্ত হয়েছে। শান্তির বাংলাদেশ ও উন্নয়নের বাংলাদেশ গড়ে ওঠছে। জঙ্গিবাদ উত্তরণে কারা সহযোগীতা করেছেন তাও মানুষ জানে। আগামীতে কারা জঙ্গি সৃষ্টি করবে তাও মানুষ জানে।
তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত থেকে একই সুরে কথা বলা হচ্ছে। ধর্মীয় অনুভূতিকে আঘাত করার সঙ্গে সঙ্গে সবাই একত্রি হয়েছি। এখানে কারো সঙ্গে কেউ বিরোধীতা করছেন না। আমাদের কাছে আল্লাহতালা, হযরত মুহম্মদ (সা.) ও ইসলাম ধর্ম প্রধান পবিত্র বিষয়। এই বিষয়ে কাউকে ছাড় দেয়া যাবে না। কারো সঙ্গে আপেষ করা যাবে না।
আহমদ হোসেন বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি একটা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। স্বর্ণ চোরা চালানকারীকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এটা আন্তর্জাতিক সিন্ডিকেট।