DMCA.com Protection Status
title="৭

বাস চাপায় শিক্ষার্থী নিহতঃ ক্যাম্পাস রণক্ষেত্র, ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

IU-clash-pic02-e1417345821249বাসচাপায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র নিহতের ঘটনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রোববার দুপুর সোয়া দুই টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে ইবি প্রশাসনে। আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইবি।

সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সোমাবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে ইবি প্রশাসন।

এদিকে, বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি।

এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র টিটু বাস চাপায় নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।

তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবন, অনুষদভবন, বিজ্ঞানভবন ও টিএসসিসিতে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে প্রায় ৮০টি গাড়ি ভাঙচুর করে ও অন্তত ১৩ বাসে অগ্নিসংযোগ করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ের পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের সময় পুলিশের গুলি ও টিয়ারশেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন নির্ভরতার কারণে এ ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

ইবি থানার এসআই মাহাফুজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেড়শ রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।

Share this post

scroll to top
error: Content is protected !!