২০১৪ সালে ব্রিটেনে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। একটি নতুন গবেষণায় দেখা গেছে, অলিভারকে হটিয়ে ছেলে শিশুদের নামের তালিকায় শীর্ষস্থান দখল করেছে মুসলমানদের প্রিয় নবী হজরত মোহাম্মদের নামটি।
বিশ্বব্যাপীও এ নামটি সবচেয়ে জনপ্রিয়। বাবা-মায়েদের ওয়েবসাইট বেবি সেন্টার চলতি বছরের জন্য জনপ্রিয় এ নামের তালিকা তৈরি করে। বেবি সেন্টারকে উদৃব্দত করে এ খবর দিয়েছে লন্ডনের দৈনিক পত্রিকা মেট্রো।
গত বছর মোহাম্মদ নামটির অবস্থান ছিল তালিকার ২৮ নম্বরে। পাশাপাশি ছেলেদের অন্যান্য জনপ্রিয় নাম হচ্ছে জ্যাক, নোয়া ও জ্যাকব। মেয়ে শিশুদের ক্ষেত্রে সোফিয়া দখল করে নিয়েছে প্রথম স্থান।
এ ছাড়া এমিলি, লিলি ও ডিজনির অ্যানিমেশন চলচ্চিত্রের এলসা চরিত্রটি শীর্ষে রয়েছে। বেবি সেন্টার বলছে, ৫৬ হাজার শিশু-জন্মের হিসাব অনুযায়ী ওমর এ তালিকা করেছে