সচিবালয়ের বিএনপিপন্থি ওএসডি সচিবসহ সাবেক ও বর্তমান আমলাদের সঙ্গে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে অনেকক্ষণ অপেক্ষার পর সাড়ে ৯টায় দিকে খালেদা জিয়া তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা এসময় প্রায় একঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তবে তারা বেরিয়ে গেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে রাত ১১টার দিক থেকে গুলশান কার্যালয়ে বিএনপি নেতারাও জড়ো হচ্ছেন বলে জানা গেছে।
এর আগে যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীরের (ওএসডি) নেতৃত্বে রাত ৭টা ৪০ মিনিটের দিকে বর্তমান ও সাবেক কয়েকজন আমলা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। প্রথমে চারজন ও পরে দুই দফায় আরো ১৫ জনের বেশি কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।
তারা প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে কার্যালয় থেকে বেরিয়ে এলে সাংবাদিকরা প্রশ্ন করলে তারা কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
সূত্রে জানা যায়, খালেদার সঙ্গে সাক্ষাৎকারী কর্মকর্তার সংখ্যা ২০ জনের মতো। এদের মধ্যে ছিলেন, এ কে এম জাহাঙ্গীরের (সাবেক এপিডি), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম মিয়াজি ও ব্যক্তিগত কর্মকর্তা তৌফিকুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নুরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আবদুল মান্নান এবং এ কে এম হুমায়ুন কবির, সিনিয়র সহকারী সচিব এহসানুল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্যাশ সরকার তোহা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা বাদিউল কবির, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী শহিদুল হক, এমএলএসএস মামুন, মন্ত্রিপরিষদ বিভাগের এমএলএসএস মুজাহিদুল ইসলাম সেলিম।
এছাড়াও বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সচিব উপস্থিত ছিলেন বলে জানা গেছে। কিন্তু তাদের নাম পাওয়া যায়নি।