ভারতের আগ্রায় অন্তত ৫৭ টি পরিবারকে ধর্মান্তরিত করছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। মোট ২০০ লোককে তারা মুসলমান থেকে হিন্দু বানিয়েছে। সোমবার আগ্রার মধুনগর এলাকায় এই ধর্মান্তরিতকরণের আয়োজন করে ধর্ম জাগরণ সমন্বয় বিভাগ, আরএসএস ও বজরঙ্গ দল।
আয়োজকরা জানায়, ২০০ মুসলিমকে 'হিন্দু' ধর্মে পুনরায় ফিরিয়ে এনেছে তারা। হিন্দু ধর্ম গ্রহণের জন্য অপেক্ষায় রয়েছে ৫ হাজার মুসলিম ও খ্রিষ্টান। এই বড়দিনের আগেই তাদেরও হিন্দু ধর্মে দীক্ষিত করা হবে। ধর্মান্তরিতদের অবিলম্বে নতুন নাম দেওয়া হবে বলেও জানান তারা।
ধর্মান্তরিতদের মধ্যে সবচেয়ে বয়স্ক সুফিয়া বেগম বলেন, 'আমি কুরআন পড়েছি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি। এখন এই বয়েসে এসে গণেশ আরতি পড়ছি। আমি এই দু'ধর্মের মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না।''আরএসএসের লোকজন আমাদের ভালো থাকা খাওয়া এবং আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার নিশ্চয়তা দিচ্ছে। ধর্ম পাল্টাতে আমার সমস্যা নেই, ধর্ম তো আমাদের খেতে দেয় না।'
তিনি আরও বলেন, 'আরএসএসের লোকজন আমাদের ভালো থাকা খাওয়া এবং আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার নিশ্চয়তা দিচ্ছে। ধর্ম পাল্টাতে আমার সমস্যা নেই, ধর্ম তো আমাদের খেতে দেয় না।'
প্রসঙ্গত, ২০০৩ সালের পর থেকে ফতেপুর সিক্রি, মথুরা, ফিরোজাবাদ, মিরুত ও উত্তরখণ্ডের প্রায় ৩ লাখ মুসলিম ও খ্রিষ্টানকে হিন্দুতে রূপান্তরিত করা হয়। আরএসএস এই রাজ্যের প্রায় ৬০টি গির্জা দখল করে নিয়েছে। সেসব গির্জায় এখন আর কোনও খ্রিষ্টান প্রার্থনা করেন না।
এ প্রসঙ্গে আগ্রার সুন্নি নেতা আসলাম কুরায়শী বলেন, 'আরএসএস মুসলিমদের পথভ্রষ্ট করছে।'
সূত্র- টাইমস অব ইন্ডিয়া।