অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেনসহ অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে মামলা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কর্তৃপক্ষ।
বোরবার গভীর রাতে ডিআরইউ এর প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ডিআরইউ সংলগ্ন মোল্লা মজিদ মিয়ার ৬ নম্বর বাড়ির সামনে ডিআরইউ এর পিকনিক ফেরত মালামাল সরানোকে কেন্দ্র করে কর্মচারী ফিরোজ হাওলাদার ও আজাদুর রহমানের সঙ্গে চিত্রপরিচালক আফজাল হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফজাল হোসেনের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে ওই দুই কর্মচারীকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। এ সময় সন্ত্রাসীরা পিকনিকের বেশ কিছু মালামালও লুটপাট করে নিয়ে যায়।
পরে সেখান থেকে আহত অবস্থায় দুই কর্মচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ডিআরইউ এর প্রশাসনিক কর্মকর্তা সোলাইমান হোসেন বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।