চট্টগ্রাম: ফেসবুকে কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করায় ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে একবছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে ইমরানকে বাকলিয়া থানার ইছাইক্যার পুল এলাকা থেকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
পরে বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ইমরান ইভটিজিংয়ের বিষয়টি স্বীকার করায় ম্যাজিস্ট্রেট তাকে এ কারাদণ্ড দেন।
পুলিশ জানান, ইমরান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এরশাদ মিয়ার ছেলে। সে একজন মোবাইল মেকানিক। ইমরানের কাছে উত্যক্তের শিকার ছাত্রী মোবাইল সেট মেরামতের জন্য দিয়েছিল।
ইমরান মোবাইল থেকে ওই ছাত্রীর ছবি নিয়ে সেগুলো ফেসবুকে নিজের অ্যাকাউন্টে আপলোড করে অশালীন কথাবার্তা লিখেন। এ বিষয়ে ওই ছাত্রীর ভাই বাকলিয়া থানায় এসে অভিযোগ করলে পুলিশ ইমরানের বাসায় গিয়ে তাকে আটক।