বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে আগামীকাল শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। একই কারণ সারাদেশে ২০ দলের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
শুক্রবার রাতে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন আর ২০ দলের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সমাবেশ ও পরবর্তী করণীয় ব্যাপারে সিদ্ধান্ত নিতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন বিএনপি নেতারা।
নেতারা সবাই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অপেক্ষায় থাকেন। রাত সোয়া ৮টার দিকে সেখানে আসেন বেগম খালেদা জিয়া। অতি জরুরি বৈঠক বলেই নিয়ম ভঙ্গ করে এদিন গুলশান কার্যালয়ে আসেন তিনি। কারণ শুক্রবার সাধারণত কার্যালয়ে আসেন না খালেদা জিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির সমর্থিত মেয়র অধ্যাপক এমএ মান্নান প্রমুখ।
উল্লেখ্য, আগামীকাল শনিবার গাজীপুরে অনুষ্ঠেয় পূর্বনির্ধারিত সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের প্ররোচনাতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। একই স্থানে স্থানীয় ছাত্রলীগ প্রতিবাদ সমাবেশ ডেকেছে। ওই কর্মসূচিতে সমর্থন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ।